লকেটকে বাঁচাতে রচনার বিরুদ্ধে ‘নীল নকশা’ তৈরি করেছে BJP, তাতে কী আছে?
বিজেপি প্রার্থী লকেটদেবীর বিরুদ্ধে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে বাসিন্দাদের অভিযোগ, তাঁকে গত পাঁচ বছরে কার্যত পাওয়াই যায়নি।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের লড়াইয়ে একসময়ের সহকর্মী অভিনেত্রীদ্বয় আজ পরস্পরের প্রতিপক্ষ৷ প্রচারে নেমে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (rachna banerjee) সাংসদ তথা বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) ৫ বছরের কাজের খতিয়ান চাইছেন৷ প্রচারের শুরু থেকেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর সাংসদ থাকাকালীন কাজ নিয়ে প্রশ্ন তুললেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য বিজেপি প্রার্থী লকেটদেবীর বিরুদ্ধে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে বাসিন্দাদের অভিযোগ, তাঁকে গত পাঁচ বছরে কার্যত পাওয়াই যায়নি। তাৎপর্যপূর্ণভাবে সেই অভিযোগের শরিক বিজেপির নিচুতলার কর্মীরাও। এই পরিস্থিতিতে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দিতে নীল নকশা তৈরি করেছে বিজেপি। তৃণমূল প্রার্থীর তারকা ভাবমূর্তিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।
বিজেপি সূত্রে খবর তারা কৌশলে প্রচার চালাচ্ছে, সাংসদ হয়ে গেলে রচনাদেবীকেও হুগলিতে পাওয়া যাবে না। তিনি তাঁর জনপ্রিয় টিভি শোয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তবে এই কৌশল আদৌ কতটা কাজে দেবে, তা নিয়ে পদ্মপার্টির মধ্যেও সন্দেহ আছে। কারণ, দলের নিচুতলার কর্মীরা লকেটদেবীর গত পাঁচ বছরের কাজ নিয়ে বিরক্ত। ফলে বিরোধী প্রার্থীকে নিয়ে অকারণ বিরুদ্ধ প্রচারে তাঁরা কতটা সক্রিয় হবে, প্রশ্ন থাকছে। পাশাপাশি, দলেরই এক দাপুটে নেতা বলেন, হুগলির সাংসদের আচরণ মানুষ নিজের চোখে দেখেছেন। তাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিরোধী প্রার্থীর তারকা ভাবমূর্তিকে আক্রমণ করলে বোকামিই হবে। মানুষ তা বিশ্বাস করবেন, এমন নিশ্চয়তা নেই।