আসানসোলের জামুড়িয়ায় বোমা বিস্ফোরণ, অভিযোগের তীর বিজেপি নেতার দিকে!

কী ভাবে এই বিস্ফোরণটি ঘটল?

April 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আসানসোলের জামুড়িয়ায় বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জামুরিয়ার দু’নম্বর ব্লকের বাগদিহা, সিদ্ধপুর এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে বুধবার সন্ধ্যায় হঠাৎ বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ। বিস্ফোরণে কারও হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার প্রেক্ষিতে রামনবমীর দিনেই বিজেপি সন্ত্রাস ছড়াতে চাইছে এলাকায় বলেই দাবি করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

এদিকে বিস্ফোরণের জেরে জনৈক তপন শীলের বাড়ি সহ নামো পাড়ার বেশ কয়েকজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী ভাবে এই বিস্ফোরণটি ঘটল? পুলিশ জানাচ্ছে, তপনের পাশের বাড়ির দেওয়ালের গর্তে মজুত ছিল বোমা। অত্যধিক গরমের কারণে সেই বোমা ফেটে যায় বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িটির মালিক স্থানীয় বিজেপি নেতা মদন গড়াই। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen