শীর্ষ নেতৃত্বের প্রতি বিরক্ত হয়ে দল ছাড়লেন বিজেপি নেতা
বিধানসভা ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনায় যে যথেষ্ট অস্বস্তিতে পড়বে রাজ্য বিজেপি নেতৃত্ব তা আর বলার অপেক্ষা রাখে না।
Authored By:

শীর্ষ নেতৃত্বের প্রতি বিরক্ত হয়ে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতা রূপক রায়। এখনই অন্য কোন দলে যাচ্ছেন কি না সেবিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি।
উত্তরপ্রদেশের গণধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং সাথে উত্তর দিনাজপুরে রাজবংশী সম্প্রদায়ের প্রতি বিজেপির খারাপ আচরণ, এসব দেখেই বিতশ্রদ্ধ হয়ে কালিয়াগঞ্জ বিধানসভার এই বিজেপি নেতা দল ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে এই নেতা বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন। এদিন রায়গঞ্জে একটি সাংবাদিক সম্মেলন ডেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন রূপক রায়। বিধানসভা ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনায় যে যথেষ্ট অস্বস্তিতে পড়বে রাজ্য বিজেপি নেতৃত্ব তা আর বলার অপেক্ষা রাখে না।