খেল রত্নের বদলে পরম বীর চক্রের ছবি দিয়ে ট্রোল হলেন এই বিজেপি নেতা

পোস্টারে ধ্যানচাঁদের ছবি এক কোণায় রেখে পোস্টারজুড়ে প্রধানমন্ত্রীর বিশালাকৃতি হাসিমুখ নিয়েও কটাক্ষ করেছেন নেটনাগরিকরা।

August 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের ক্রীড়াক্ষেত্রের সব থেকে বড় পুরস্কার খেলরত্ন পুরস্কার। এতদিন পর্যন্ত যা ‘রজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার নামে পরিচিত ছিল। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তরফে ঘোষণা করা হয়, এ বার থেকে রাজীব গান্ধী নয় বরং দেশের কিংবদন্তি ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত হবে এই পুরস্কার।

এই সিদ্ধান্ত ঘোষণার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চাটুকারিতা দেখাতে গিয়ে ট্রোল হলেন বিজেপি(BJP)মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। খেল রত্নের নাম পরিবর্তন করার সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি পোস্টার টুইট করেন। আর বাধ সাধলো তাতেই। সেই টুইটে খেলা রত্নের পরিবর্তে পরমবীর চক্রের একটি ছবি রাখা হয়েছিল। এমনকি পোস্টারে ধ্যানচাঁদের ছবি এক কোণায় রেখে পোস্টারজুড়ে প্রধানমন্ত্রীর বিশালাকৃতি হাসিমুখ নিয়েও কটাক্ষ করেছেন নেটনাগরিকরা।

কী লিখেছেন তারা? দেখে নিন:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen