মদের দোকানে গোবর ছুঁড়ে মারলেন ক্ষুব্ধ উমা ভারতী!

মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার তীর্থস্থান উর্চা।

June 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার তীর্থস্থান উর্চা। ভোপাল থেকে দূরত্ব ৩৩০ কিলোমিটার। সেখানে রয়েছে রাম রাজা মন্দির। এই ‘পবিত্র এলাকা’য় মদের দোকান! খেপে কাই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী।


ওই এলাকায় এসে মদের দোকানে গোবর ছুঁড়ে প্রতিবাদ জানালেন উমা ভারতী। তাঁর দাবি উর্চার মতো পবিত্র শহরে মদের দোকান করা একটি অপরাধ। তিনি টুইটারে দাবি করেছেন, যে জায়গায় মদের দোকান রয়েছে, সেখানে মদের দোকান করার অনুমতি নেই। যদিও পুলিশ জানিয়েছে, দোকানটির প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে।


ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উমা গোবর ছুঁড়ছেন মদের দোকান লক্ষ্য করে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘দেখুন, আমি কিন্তু এ বার আর পাথর ছুঁড়লাম না। এ বার আমি গোবর ছুড়লাম।’’ উল্লেখ্য, গত মার্চে ভোপালের একটি মদের দোকানে ঢুকে পাথর ছুঁড়ে বোতল ভেঙে খবরের শিরোনামে এসেছিলেন উমা।


এদিকে উমা যখন মদের দোকানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন মধ্যপ্রদেশে তাঁর দলেরই সরকার অর্থাৎ বিজেপি সরকার তাদের নতুন আবগারি নীতিতে বাড়িতেই পানশালা তৈরির অনুমতি দিয়েছে। রাজ্যে মদের খুচরো দাম ২০ শতাংশ কমিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen