জম্মু-কাশ্মীরে রাজ্যসভার ভোটে INDIA জোটের কাছে পর্যুদস্ত হল BJP নেতৃত্বাধীন NDA

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

From left to right: National Conference’s Choudhary Mohammad Ramzan, Sajad Kitchloo, Shammi Oberoi, and BJP’s Sat Paul Sharma.

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৩: ইন্ডিয়া জোটের কাছে পর্যুদস্ত হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। জম্মু-কাশ্মীরে রাজ্যসভার ভোটে ৩-১-এ গোহারা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরে প্রথম রাজ্যসভা ভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার চারটি আসনের মধ্যে ফারুক-ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স তিনটিতে জয় হাসিল করেছে। একটিতে জিতে খাতা খোলা রেখেছে বিজেপি।

বিজেপি’র ওই একটি আসনও পাওয়া নিয়ে সংশয় ছিল বিজেপির। বিরোধী শিবির থেকে অন্তত চারটি অতিরিক্ত ভোট পেয়েছে গেরুয়া শিবির। যা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিনের নির্বাচনে মোট ৮৬ জন বিধায়ক ভোট দেন। তাদের মধ্যে আটক বিধায়ক মেহরাজ মালিক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী চৌধুরী মোহাম্মদ রমজান ৫৮টি প্রথম পছন্দের ভোট পেয়ে সবার আগে নির্বাচিত হন। এছাড়া সাজাদ কিচলু ও গুরুবিন্দর সিং ওবেরয় ওরফে শাম্মিও জয়ী হন।

এই চারজনের নির্বাচনের মাধ্যমে জম্মু-কাশ্মীর থেকে সংসদের উচ্চকক্ষে শূন্য আসন পূর্ণ হতে চলেছে। ২০২১ সাল থেকে এই চার আসন শূন্য পড়ে রয়েছে। ভোটের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, বিজেপি ক্রস ভোটিং করিয়েছে। এবং জবরদস্তি ভোট বাতিল করিয়েছে। চারটি ভোটেই এনসি-র ভোট একত্রিত থেকেছে। দলের নির্বাচনী এজেন্টই একথা জানিয়েছেন দলকে। ওমরের প্রশ্ন, তাহলে বিজেপি কী করে অতিরিক্ত চারটি ভোট পেল? বিজেপির বিধায়ক সংখ্যাই বলে দিচ্ছে এই ভোট পাওয়া তাদের পক্ষে অসম্ভব। এতেই বুঝে নিতে হবে যে, কিছু বিধায়কের সঙ্গে আগাম রফা করে নিয়েছিল বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen