বিজেপি খাতা খুলতে ব্যর্থ, শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড়সড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে ১২-০ ব্যবধানে জয়ী হল শাসকদল। এই অভাবনীয় সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূল নেতৃত্ব দিচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদ্য চালু করা ‘সেবাশ্রয়’ প্রকল্পকে।
রবিবার ভোটগ্রহণ শেষের পর ফল ঘোষণা হতেই দেখা যায়, সমবায় বোর্ডের সবকটি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। বিজেপি খাতা খুলতে ব্যর্থ হয়। শাসকদলের দাবি, গত বৃহস্পতিবার নন্দীগ্রামে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘সেবাশ্রয়’ প্রকল্পের সূচনা করেছিলেন, তার সুফল হাতেনাতে মিলল এই ব্যালট বক্সে।
জেলা তৃণমূল নেতৃত্বের মতে, ‘সেবাশ্রয়’ কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে ওষুধ এবং প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে সচেতন এলাকায় মানুষের সঙ্গে দলের নিবিড় জনসংযোগ তৈরি হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, এই প্রকল্পের হাত ধরেই সাধারণ মানুষ ফের শাসকদলের ওপর আস্থা রাখতে শুরু করেছেন।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নন্দীগ্রামের সমবায় নির্বাচনের এই ফল প্রমাণ করে দিচ্ছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প ম্যাজিক দেখাতে শুরু করেছে। মানুষের রায় আমাদের সঙ্গেই আছে। আমরা আশাবাদী, এই সমবায় নির্বাচনের ফলের মতোই আগামী বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম আসনটি জিতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রীকে উপহার দিতে পারব।”