রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলায় প্রতিবাদের জের, অবশেষে দুঃখপ্রকাশ BJP-র মন্ত্রীর

November 16, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২২:  প্রতিবাদের চাপে নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে আখ্যা দেন তিনি। যা ঘিরে শুরু হয় বিতর্ক। এতেই দুঃখপ্রকাশ করলেন তিনি। ক্ষমাও চাইলেন। বিজেপি মন্ত্রী জানান, ভুলবশত তিনি রামমোহনকে নিয়ে মন্তব্য করে ফেলেছিলেন। আরও বলেন, সমাজ সংস্কারক রামমোহনকে তিনি ‘সম্মান’ করেন।

বিরসা মুণ্ডা জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী দাবি করেন, রামমোহন নাকি ব্রিটিশদের নির্দেশে কাজ করেছিলেন। তিনি দাবি করেন, বাংলা এবং আশপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে ‘ধর্মান্তরণের চক্র’ চালাতেন রামমোহন। শিক্ষামন্ত্রীর কথায়, ‘‘ব্রিটিশেরা বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক হিসাবে গড়ে তুলেছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন তাঁদের মধ্যে এক জন, যিনি ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করতেন।’’

রামমোহনকে গেরুয়া মন্ত্রীর ‘ব্রিটিশদের দালাল’, ‘ভুয়ো সমাজ সংস্কার’ বলার বিরুদ্ধে সরব হয় বাংলার শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বক্তব্য, ‘‘বাংলার মনীষীদের প্রতি বিজেপির ঘৃণার সীমা নেই। তবে এটাই প্রথম নয়। বাংলাকে আগেও অপমান করেছে ওরা (বিজেপি)।’’ ইন্দরের এহেন মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। রবিবার দুপুরে ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন মোদীর দলের মন্ত্রী। তাঁর দাবি, তিনি ভুল করে রাজা রামমোহন রায় সম্পর্কে মুখ ফস্কে ভুল কথা বলে ফেলেছেন। এর জন্য তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen