আইনি জটিলতায় BJP বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়! মামলা দায়ের প্রথম স্ত্রী অনিন্দিতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.০০: বিচ্ছেদ না হতেই দ্বিতীয় বিয়ে? হিরণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee)। তাঁর অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় উপস্থিত হন অনিন্দিতা। সেখানে তিনি স্বামী হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee) এবং তাঁর বর্তমান সঙ্গিনী ঋতিকা গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘক্ষণ থানায় ছিলেন তাঁরা। অনিন্দিতার এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা গিয়েছে, হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) দুটি গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধে ৪৯৪ এবং ৪৯৮এ ধারায় চার্জ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত জেল বা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে। অন্যদিকে, ৪৯৮এ ধারাটি বধূ নির্যাতন বা গার্হস্থ্য হিংসার সঙ্গে সম্পর্কিত। এই ধারায় দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
অভিযোগপত্রে অনিন্দিতা দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হিরণের দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি অভিযোগ করা হয়েছে যে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও এবং বিবাহিত থাকা অবস্থায় হিরণ ঋতিকা গিরির সঙ্গে নতুন করে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন।
এ বিষয়ে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৃষ্টিভঙ্গিকে জানান, “গোটা বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। তাই এই মুহূর্তে আমি এ নিয়ে বিশেষ কিছু বলতে পারব না।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই হিরণ ও ঋতিকা গিরির বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়। হিরণের দ্বিতীয় বিয়ের জল্পনা নিয়ে ঋতিকা জনসমক্ষে মুখ খুললেও, খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এর মাঝেই প্রথম স্ত্রীর পুলিশি পদক্ষেপে হিরণের আইনি জটিলতা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।