BJP-র মিছিল আটকাতে বজ্র আঁটুনি পুলিসের

বিজেপি যুব মোর্চার ডাকা নবান্ন অভিযান ঘিরে তত্‍পর হাওড়া কমিশনারেটের পুলিস। মিছিল আটকাতে সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড। মোতায়েন কমব্যাট ফোর্স।

October 8, 2020 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নজরে একুশ। বিজেপি যুব মোর্চার ডাকা নবান্ন অভিযান ঘিরে তত্‍পর হাওড়া কমিশনারেটের পুলিস। মিছিল আটকাতে সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড। মোতায়েন কমব্যাট ফোর্স। 

একদিকে পদ্ম শিবির যখন এই অভিযান সফল করতে মরিয়া, তখন অভিযান রুখে দিতে তত্‍পর পুলিসও। পুলিশ সূত্রে খবর, গোটা শহরকে পাঁচটি সেক্টরে ভাগ করা হচ্ছে।   

প্রত্যেকটি সেক্টরে একজন করে ডিআইজি পদ মর্যাদার আধিকারিক থাকবেন দায়িত্বে । কলকাতা ছাড়া হাওড়া শহরে দুই প্রান্ত থেকে দুটি মিছিল যাবে নবান্নে।   

একটি সাঁতরাগাছি বাস স্ট্যান্ড হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ক্যারি রোড হয়ে যাবে নবান্নে। অপর মিছিলটি হাওড়া ময়দান থেকে শুরু হয়ে জিটি রোড অথবা ফোরসর রোড ধরে এগোবে।   

এ ছাড়াও আন্দুল রোডের লক্ষীনারায়ণ তলাতে মিছিল আটকাতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রত্যেকটি বলয়ে থাকছে কমব্যাট ফোর্স, RAF এবং রোবোকপ। এছাড়াও থাকছে জলকামান। চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen