Aparajita Bill: ধর্ষকের মৃত্যুদণ্ডে আপত্তি বিজেপির, ফেরানো হল অপরাজিতা বিল

একদিকে ‘বেটি বাঁচাও’ স্লোগান, অন্যদিকে ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাবে আপত্তি – কেন্দ্রের অবস্থান প্রশ্নের মুখে।

July 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
BJP objects to death penalty for rapist, Aparajita Bill withdrawn
BJP objects to death penalty for rapist, Aparajita Bill withdrawn

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৭: নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির লক্ষ্য নিয়ে বাংলার বিধানসভায় গৃহীত অপরাজিতা বিল [Aparajita Women and Child (West Bengal Criminal Laws Amendment) Bill] নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিলের মাধ্যমে রাজ্য সরকার ধর্ষণ ও তার ফলে মৃত্যুর বা স্থায়ী ক্ষতির শিকার হওয়া নারীদের জন্য অপরাধীর মৃত্যুদণ্ডের (death penalty) বিধান এনেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের আপত্তিতে সেই উদ্যোগ এখন অনিশ্চয়তার মুখে।

এই বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ইতিমধ্যেই রাজ্য সরকারকে কেন্দ্রের আপত্তি খতিয়ে দেখার নির্দেশ দিয়ে ফেরৎ পাঠিয়েছেন। অর্থাৎ, কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, ধর্ষণে মৃত্যুদণ্ডের বিধান রাখা ঠিক নয়, যা থেকে প্রশ্ন উঠছে – মোদী সরকারের কী ধর্ষকদের ফাঁসি দিতে আপত্তি রয়েছে?

অপরাজিতা বিলে ধর্ষণ মামলাগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যবাধকতা (time-bound investigation) এবং আদালতের অনুমতি ছাড়া মামলার শুনানি সংক্রান্ত কোনও রিপোর্ট প্রকাশে নিষেধাজ্ঞা উল্লেখিত ছিল। এই বিধানগুলি মামলার গোপনীয়তা ও দ্রুত বিচার নিশ্চিত করতে এনেছিল রাজ্য সরকার।

কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকারের তরফে এই বিধানগুলিতেও আপত্তি তোলা হয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই আপত্তি নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে বাধা দেওয়ার একটি কৌশল।

রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, মনে করা হচ্ছে রাজ্য নতুন করে আইনি পরামর্শ নিয়ে বিলটি সংশোধন করে পাঠাতে পারে। তবে রাজনৈতিকভাবে এই ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ঘিরে ধরতে পারেন বলেই জল্পনা।

একদিকে ‘বেটি বাঁচাও’ স্লোগান, অন্যদিকে ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাবে আপত্তি – কেন্দ্রের অবস্থান প্রশ্নের মুখে। নারীদের সুরক্ষার প্রশ্নে কী তবে রাজনৈতিক হিসেব-নিকেশ বড় হয়ে উঠছে? কাকে বাঁচাতে বিজেপির এই অনিহা? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen