২০১৯ এর ভিডিও একুশের নির্বাচনের বলে প্রচার বিজেপির

বিভিন্ন সংবাদমাধ্যমও সেই সময় এই ঘটনা সম্পর্কে খবর করে। কিন্তু কেউই পরিষ্কার করে জানায়নি ঘটনাটি কোথায় ঘটেছে। এনডিটিভি যদিও এই ঘটনাকে হরিয়ানার ফরিদাবাদের বলে দাবি করে। কিন্তু সেই খবরও ২০১৯-এর।

May 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে এক জনৈক মহিলাকে দেদার ছাপ্পা ভোট দিতে দেখা যায়। দাবি করা হচ্ছে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভা ভোটে জিতেছেন।

বহু টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। বাংলায় নির্বাচন চলাকালীনও ভিডিওটি ভাইরাল হয়েছিল। বিজেপি নেত্রী কেয়া ঘোষ ৮ এপ্রিল টুইটারে ভিডিওটি শেয়ার করেছিলেন। তখন বাংলায় ভোট চলছিল।

হোয়াটস্যাপেও এই ভিডিওটি পেয়েছেন বলে দাবি করেন বহু মানুষ।

সত্যতা

এই ভিডিওটি ২০২১ বিধানসভা নির্বাচনের নয়। ভিডিওটি অন্তত দুবছর পুরোনো। কারণ ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়েও এই একই ভিডিও ভাইরাল হয়।

হিন্দুস্তান টাইমস-এর রাজনীতি বিভাগের সম্পাদক বিনোদ শর্মা ২০১৯-এর ১৫ এপ্রিল ভিডিওটি টুইটারে শেয়ার করেন।

বিভিন্ন সংবাদমাধ্যমও সেই সময় এই ঘটনা সম্পর্কে খবর করে। কিন্তু কেউই পরিষ্কার করে জানায়নি ঘটনাটি কোথায় ঘটেছে। এনডিটিভি যদিও এই ঘটনাকে হরিয়ানার ফরিদাবাদের বলে দাবি করে। কিন্তু সেই খবরও ২০১৯-এর।

সুতরাং এই ঘটনার সাথে বাংলার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের কোন সম্পর্ক নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen