ভোট ভরাডুবির পর শুভেন্দুর কোন যুক্তি নস্যাৎ করলেন সুকান্ত? জেনে নিন

পঞ্চায়েত ভোটে আশাহত হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই তত্ত্ব খারিজ করে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

July 14, 2023 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ভোট ভরাডুবির পর শুভেন্দুর কোন যুক্তি নস্যাৎ করলেন সুকান্ত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট জেতার পর থেকে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিরোধী জোটের বিষয়টি ভীষণভাবে ঘোরাফেরা করছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো রাজ্যে সব বিরোধীদলগুলিকে (বিজেপি, সিপিএম, কংগ্রেস) জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিলেন। তিনি ‘নো ভোট টু মমতা’র কথা বলেছিলেন।

কিন্তু পঞ্চায়েত ভোটে আশাহত হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই তত্ত্ব খারিজ করে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর পরিষ্কার বক্তব্য, ‘‘বাংলায় রাজনৈতিকভাবে কোনও জোট হবে না সেটা আমরা চাইছি। বিজেপিই প্রধান বিরোধী। আমাদের পতাকার তলায় সমস্ত ভোটারদের এক হতে হবে। হয় তৃণমূল করুন, নয়তো বিজেপি’র পতাকাতলে এসে বিজেপি করুন।’’

সুকান্ত কার্যত শুভেন্দুর সেই লাইন খারিজ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে তৃণমূল বনাম বিজেপি, বঙ্গ রাজনীতিতে এই দুই শক্তির লড়াই হবে। এ প্রসঙ্গে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব‌্য, ‘‘তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই, এটাই পঞ্চায়েত নির্বাচনের আগে দেখানোর চেষ্টা হয়েছিল। তা ভেঙে গিয়েছে। লড়াই চলবে।’’

এমনিতেই পঞ্চায়েত ভোটের ফলাফলের পর এ রাজ্যে তৃণমূলের প্রধান বিরোধী কারা, তা নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং সিপিএমের মধ্যে। বিজেপি এবার ভোট পেয়েছে ২২.৮৮ শতাংশ। ২০২১-এর বিধানসভা থেকে এবার পদ্ম শিবিরের ভোট কমেছে ১৬ শতাংশ। ৩৮ শতাংশ থেকে ভোট নেমে এসেছে ২২ শতাংশে। সিপিএম বলছে, গত বিধানসভা ভোটে তারা ১০ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস ও আইএসএফকে নিয়ে। এবার পঞ্চায়েতে তাদের সম্মিলিত ভোট ২১ শতাংশ। অর্থাৎ, একুশের নিরিখে ১‌১ শতাংশ ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোটের। তাই সিপিএমের দাবি, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে প্রধান বিরোধী তারাই। যদিও বিজেপি তা মানতে চাইছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen