স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে BJP-র শিক্ষক নেতা উধাও!

উধাও বিজেপির শিক্ষক নেতা!

February 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উধাও বিজেপির শিক্ষক নেতা! শোনা যাচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা বিজেপির শিক্ষক নেতা। টাকা ফেরতের দাবিতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রামে বুধবার বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস। তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনের সময় বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন ভবতোষ দাস।

ভবতোষ দাসের বাড়ি সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রামে। লোকসভা নির্বাচনের আগে থেকে গোটা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের প্রতিবাদ আন্দোলনে দেখা গিয়েছিল ভবতোষকে। স্থানীয় দুলদুলি হাই স্কুলের শিক্ষক হওয়ায় সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিলেন ভাবতোষ।

অভিযোগ, অতিরিক্ত সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তুলেছেন। সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর গ্রামের মহিলারা তাঁর কাছে টাকা চাইতে যান। বিভিন্ন অজুহাতে তাঁদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। টাকা ফেরতের জন্য তিনি দিনের পর দিন সময় দিতে থাকেন। গ্রামের প্রতারিত মহিলারা জোট বাঁধেন। অভিযোগ, ভবতোষ তখন মহিলাদের পুলিশের ভয় দেখাতে থাকেন।

গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা হয়ে গিয়েছেন। বাড়িতে ঝুলছে তালা। বুধবার গ্রামের মহিলারা প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূলের বক্তব্য, নানা প্রলোভন দিয়ে তিনি গ্রামের মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। তারা চান, পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen