সাংগঠনিক নির্বাচনে কারচুপি, শ্রীরামপুরে বিজেপি সভাপতির ঘরে তালা ঝোলালেন দলীয় কর্মীরা

দলের কমিটি গঠন করা হচ্ছে অথচ সদ্য লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীকেই রাখা হয়নি।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সাংগঠনিক নির্বাচনে কারচুপি, শ্রীরামপুরে বিজেপি সভাপতির ঘরে তালা ঝোলালেন দলীয় কর্মীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপির সাংগঠনিক কমিটি গঠন প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে বিজেপি সভাপতি নিজের ইচ্ছেমতো পদাধিকারী নিয়োগ করছেন। নির্বাচন করা হচ্ছে কিন্তু সেখানে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির ঘরে তালা ঝোলালেন বিজেপি কর্মীদের একাংশ।

শুক্রবারের ঘটনাকে ঘিরে গেরুয়া শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় বিজেপি সভাপতি মোহন আদক নিজের অফিস ঘরে ছিলেন না। তাঁর ঘরে তালা দেওয়া ছিল। সেই তালার উপরেই তালা ঝুলিয়ে দেন একাংশের কর্মী।

এদিন কর্মীরা কেএম শা স্ট্রিটের দলীয় অফিসের সামনে পতাকা নিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকা সরগরম হয়ে ওঠে। বিক্ষোভকারী সুমিতা পাত্র, অসীম সাহা বলেন, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচনে কারচুপি করে কমিটি তৈরি করছেন জেলা সভাপতি। দলের কমিটি গঠন করা হচ্ছে অথচ সদ্য লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীকেই রাখা হয়নি। একজন অযোগ্য সভাপতি নিজের অযোগ্য মোসাহেবদের নিয়ে কমিটি গড়ছেন। এনিয়ে মোহন আদক বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সভাপতির কোনও ভূমিকা নেই। জেলা থেকে মণ্ডল পর্যন্ত দলের রাজ্য নেতৃত্ব রিটানিং অফিসার নিয়োগ করেছেন। তাঁরাই সব দেখছেন। যাঁরা বিক্ষোভ করেছেন তাঁরা দলের সক্রিয় কর্মী হলে বাস্তবটা জানতেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen