দয়া করে দলে নিন, ইলামবাজারে তৃণমূল কার্যালয়ের বাইরে ধর্নায় বিজেপি কর্মীরা

তৃণমূলে যোগদান করতে চেয়ে ইচ্ছে প্রকাশই শুধু নয়, দল নিতে হবে এই আবেদন করে তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বসলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সোমবার এই দৃশ্য দেখা গেল বীরভূমের ইলামবাজার তৃণমূল কার্যালয়ের সামনে।

June 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনে বহু জায়গায় প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি। ভোট ফুরোতেই তৃণমূলে ফিরছেন বহু বিজেপি নেতা, কর্মী-সমর্থক। অনেকে ইচ্ছে প্রকাশও করেছেন। এবার একেবারে অন্যরকম ঘটনা।

তৃণমূলে যোগদান করতে চেয়ে ইচ্ছে প্রকাশই শুধু নয়, দল নিতে হবে এই আবেদন করে তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বসলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সোমবার এই দৃশ্য দেখা গেল বীরভূমের ইলামবাজার তৃণমূল কার্যালয়ের সামনে।

এদিন ইলামবাজার(Ilambazar) ও নামুপাড়ায় তৃণমূল কার্যালয়ের সামনে হাজির হন বেশকিছু বিজেপি সমর্থক। তাদের হাতে ছিল পোস্টার। তাতে লেখা, বিজেপি করে ভুল করেছি। কোথাও লেখা, মাননীয়া ইলামবাজার ব্লক কমিটি দয়া করে আপনাদের দলে আমাদের নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen