প্রার্থী বদলের দাবিতে সিঙ্গুরে অনশন বিজেপি কর্মীদের

রবীন্দ্রনাথ গতবারও সিঙ্গুরের তৃণমূল প্রার্থী ছিলেন। কিন্তু এবার ৮০ বছরের বেশি কাউকেই প্রার্থী করেনি তৃণমূল। সেই কারণে তাঁকে বাদ দেওয়া হয়। এরপরই দল বদলের সিদ্ধান্ত নেন সিঙ্গুরের এই বর্ষীয়ান নেতা। তৃণমূল এবারে সিঙ্গুরে প্রার্থী করেছে বেচারাম মান্নাকে। তিনি আগে হরিপাল কেন্দ্রের বিধায়ক ছিলেন।

March 19, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর দিকে দিকে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এবার সিঙ্গুরে প্রার্থী বদলের দাবিতে অনশনে বসলেন এলাকার বিজেপি (BJP) কর্মীরা। তাঁদের দাবি, সদ্য প্রাক্তন হওয়া তৃণমূল কংগ্রেসের এই নেতাকে তাঁরা মানবেন না। প্রার্থী বদল না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তাঁরা। উল্লেখ্য, সিঙ্গুরে বিজেপির প্রার্থী হয়েছেন কয়েকদিন আগে তৃণমূল (Trinamool) ছেড়ে বেরিয়ে আসা ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

দিনকয়েক আগে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। নতুন দলে এসেই প্রার্থী হয়ে যান ‘মাস্টারমশাই’। তাতে অসন্তোষ দানা বেঁধেছে বিজেপির মধ্যে। বিক্ষুব্ধরা এবার রীতিমতো মঞ্চ বেঁধে অনশনে বসার সিদ্ধান্ত নেন। সিঙ্গুরের বুড়েশান্তি মাঠে অনশনে বসেছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তাঁদের একটাই দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে।

রবীন্দ্রনাথ গতবারও সিঙ্গুরের (Singur) তৃণমূল প্রার্থী ছিলেন। কিন্তু এবার ৮০ বছরের বেশি কাউকেই প্রার্থী করেনি তৃণমূল। সেই কারণে তাঁকে বাদ দেওয়া হয়। এরপরই দল বদলের সিদ্ধান্ত নেন সিঙ্গুরের এই বর্ষীয়ান নেতা। তৃণমূল এবারে সিঙ্গুরে প্রার্থী করেছে বেচারাম মান্নাকে। তিনি আগে হরিপাল কেন্দ্রের বিধায়ক ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen