গরমের ছুটির আগে গাছ ও পাখিদের যত্ন, পরিচর্যা ব্লাইন্ড স্কুলের পড়ুয়াদের

বিদ্যালয় চত্বরে থাকা গাছ এবং তাতে আশ্রয় নেওয়া পাখিদের কথা চিন্তা করে উলুবেড়িয়ার দুই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জল রেখে গেল

April 30, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্কুলে গরমের ছুটি পড়ছে, তার আগে গাছের যত্ন নিল পড়ুয়ারা। কেউ কেউ গাছে ঝুলিয়ে দিল জলের পাত্র, কেউ গাছকে জড়িয়ে ধরল, কেউ আবার স্নেহের চুম্বন দিল। গরমের ছুটি, বেশ কয়েকদিন বন্ধ থাকবে স্কুল। বিদ্যালয় চত্বরে থাকা গাছ এবং তাতে আশ্রয় নেওয়া পাখিদের কথা চিন্তা করে উলুবেড়িয়ার দুই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জল রেখে গেল।

বুধবার থেকে উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড বিদ্যালয়ে গরমের ছুটি পড়ছে। বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা বাড়ি চলে যাবে। বিদ্যালয় খোলা থাকাকালীন গাছ ও তাতে আশ্রয় নেওয়া পাখিদের জল খাওয়ানোর দায়িত্ব পালন করে পড়ুয়ারা। গরমের ছুটির সময় সমাধানের উপায় বের করেছে তারা। তারা গাছের ডালে পাখিদের জন্য মাটির জলের ভাঁড় বেঁধে রাখল।

উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বাগানে বৃক্ষসখা জন্মমাস পালন হয়েছে। একাধিক ওষধির গাছ বসানো হয়েছে। মধ্যাহ্নভোজনে ছিল ভাত, ডাল, চিংড়ি পটল, চাটনি, পায়েস। পাশাপাশি ছিল বিদ্যালয়ের বাগানের গাছের আম ও জামরুল। ওই বিদ্যালয়ের বাগানে ছাত্র-ছাত্রীদের নামাঙ্কিত গাছ রয়েছে। তারা প্রতিদিন পরিচর্যা করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen