রাত জেগে SIR-র কাজ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু মুর্শিদাবাদে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: রাত জেগে SIR সংক্রান্ত কাজ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BLO-র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকায়। পরিবারের দাবি, প্রায় প্রতিদিনই রাত জেগে SIR সংক্রান্ত কাজ করতেন তিনি। রাত জেগে জেগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণেই এই ঘটনা বলে অভিযোগ পরিবারের।
মৃতের নাম জাকির হোসেন। পেশায় শিক্ষক জাকির হোসেন, দীঘা (প্রাইমারি স্কুল) বুথ নম্বর ১৪-র BLO হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে SIR সংক্রান্ত কাজ করতে বের হতেন তিনি। ফের গভীর রাত পর্যন্ত সার্ভারে ফর্ম আপলোড করতেন। যা নিয়ে মানসিক চাপ বাড়ছিল। স্থানীয়দের কাছেও তিনি জানিয়েছিলেন কাজের চাপের কথা।
বৃহস্পতিবার রাতে SIR-র কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই SIR-র কাজ শেষের জন্য চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। পরিকাঠামোগত অজস্র ত্রুটি আছেই। সার্ভারে আপলোড করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে BLO-দের। বেশিরভাগ সময়েই দেখা যায় লিঙ্ক নেই! ম্যাপিংয়েও পাহাড়প্রমাণ ত্রুটি রয়েছে।
মাত্রাতিরিক্ত কাজের চাপে একের পর এক রাজ্যে BLO-রা আত্মঘাতী হচ্ছে। সুইসাইড নোটে তাঁরা কারণও লিখেছেন। একাধিক BLO অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অনেক চাপের কারণে রোগাক্রান্ত হয়েও প্রয়াত হচ্ছেন।