মোদীর রাজ্য গুজরাতে আত্মঘাতী বিএলও, SIR-এর কাজের চাপেই মৃত্যু, দাবি পরিবারের

November 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৪: এবার মোদীর রাজ্য গুজরাতে আত্মঘাতী বিএলও (BLO)। ‘SIR-এর চাপ নিতে পারছি না’- এই মর্মান্তিক বার্তা সুইসাইড নোটে লিখে গুজরাতের গির সোমনাথ জেলার কোডিনার এলাকায় আত্মঘাতী হলেন এক শিক্ষক, যিনি একইসঙ্গে বুথ লেভেল অফিসার বা BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃতের নাম অরবিন্দ মুলজি ভাধের (Arvind Mulji Bhadher), বয়স চল্লিশ। শুক্রবার সকালে কোডিনারের একটি প্রাথমিক বিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত্যুর আগে স্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে স্পষ্ট করে জানান, বিশেষ নিবিড় সংশোধনী বা SIR-এর কাজের প্রবল চাপ আর নিতে পারছেন না। চিঠিতে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে প্রবল কাজের চাপ ও মানসিক চাপে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন। স্ত্রীকে সন্তানসহ নিজের যত্ন নেওয়ার অনুরোধ করেছেন এবং জানিয়েছেন, তাঁর ব্যাগে থাকা SIR-এর সমস্ত কাগজপত্র স্কুলে জমা করে দেওয়া হোক।

অরবিন্দের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের বিএলওদের (BLO) মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর আবারও সামনে এসেছে বিএলওদের কাজের চাপ ও কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন।

এর আগে গুজরাতের (Gujarat) খেদায় এক বিএলওর (BLO) মৃত্যু হয়েছিল। বাংলার জলপাইগুড়িতে আত্মঘাতী হয়েছেন একজন। গত ৯ নভেম্বর পূর্ব বর্ধমানে এক বিএলওর মৃত্যু হয়, পরিবার দাবি করে কাজের চাপেই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছিল তাঁর। রাজস্থানে দুই জন বিএলওর মৃত্যু হয়েছে, একজন আত্মঘাতী হয়েছেন, অন্যজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তামিলনাড়ুর কুম্ভকোনম ও কেরালার কান্নুরে আরও দুই জন বিএলও আত্মঘাতী হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen