SIR-র জন্য BLO-দের প্রশিক্ষণ শুরু, রঞ্জিতে নামছে বাংলা, সুপার কাপে জোড়া ম্যাচ, দিনভর কোন কোন খবরে নজর থাকবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৫৬: আজ শনিবার, দিনভর নজর থাকবে কোন কোন খবর?
SIR-র জন্য রাজ্যে বিএলওদের প্রশিক্ষণ শুরু
বাংলায় চলছে SIR-র কাজ। আজ, ১ নভেম্বর থেকে বাংলার প্রায় ৮০ হাজার BLO-র প্রশিক্ষণ শুরু হচ্ছে। জেলায় জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
ছত্তিসগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মোদী
২০০০ সালে ১ নভেম্বর ভারতের ২৬তম অঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল ছত্তিসগড়। শনিবার সে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। আজই ছত্তিসগড়ে দেশের প্রথম ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধন হবে। স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের কৃতিত্ব তুলে ধরতে রায়পুর গড়ে উঠেছে বিশেষ মিউজিয়াম।
রঞ্জিতে বাংলা
রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হবে বাংলা। রঞ্জিতে প্রথম দুই ম্যাচ জিতে এবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে লক্ষ্মীরতনের ছেলেরা। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ।
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা এ দল ৩০৯ রান করে। জবাবে ২৩৪ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩০ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, তাদের লিড এখন ১০৫ রানের।
সুপার কাপে জোড়া ম্যাচ
আজ সুপার কাপে শনিবার জোড়া ম্যাচ। ইন্টার কাশি জামশেদপুরের মুখোমুখি হবে বিকেল সাড়ে চারটেয়। এফসি গোয়া নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
উত্তরে বৃষ্টির সম্ভাবনা কম, ভিজতে পারে দক্ষিণবঙ্গ
আজ উত্তরবঙ্গের তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মান্থার প্রভাব কাটিয়ে প্রাক শীতের আবহাওয়া শুরু হবে বঙ্গে।