SIR সংক্রান্ত কাজের চাপে BLO-র মৃত্যুর অভিযোগ যোগীরাজ্যে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: এবার SIR সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে BLO-র মৃত্যু হল ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে। মৃতের নাম বিজয় কুমার ভার্মা। মস্তিস্কে রক্তক্ষরণ জেরে মৃত্যু হয়েছে BLO-র। ঘটনাটি ঘটেছে লখনউয়ের মালিহাবাদে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মৃত BLO। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, SIR-র কাজের প্রবল চাপেই অসুস্থ হয়ে পড়েন বিজয়। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।
বিজয় পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। বছর পঞ্চাশের বিজয় BLO-র দায়িত্ব পেয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েন কাজ করতে করতে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার রাতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রীয়ের অভিযোগ, দিনের অধিকাংশ সময়েই SIR-র কাজে তাঁকে ফোনে ব্যস্ত থাকতে হত। কাজের মাত্রাতিরিক্ত চাপে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
বাংলা, কেরল, তামিলনাড়ু, গুজরাত একের পর এক রাজ্যে SIR-র কাজের চাপে BLO-দের মৃত্যুর ঘটনা সামনে আসছে। শনিবার SIR-র কাজের চাপে মধ্যপ্রদেশে দু’জন BLO-র মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। বাংলাতেও এক BLO-র আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে শনিবার। সুইসাইড নোটে তিনি কমিশনকে দায়ী করে গিয়েছেন।