বাঁকুড়ার রাস্তায় উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ, সঙ্গিনীর খোঁজে চলছে তল্লাশি

October 31, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৬: বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচাডহরা এলাকায় বাঁকাদহ-জয়রামবাটি সড়ক থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হল পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। বৃহস্পতিবার গভীর রাতে খবর আসে বন দপ্তরের কাছে। তারা গিয়ে মৃত বাঘটিকে উদ্ধার করে। অনুমান করা হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। চিতাবাঘটির সঙ্গে সঙ্গে তার সঙ্গিনীও পার্শ্ববর্তী জঙ্গলে এসেছে। গোটা রাত জঙ্গলে তল্লাশি চালিয়ে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন বনকর্মীরা। জঙ্গলে একাধিক চিতাবাঘ রয়েছে কি না, তা জানা যাবে নমুনা পরীক্ষার পর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বনকর্মীদের কাছে খবর আসে, বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার ধারে পচাডহরা এলাকায় চিতাবাঘের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। দেখেন, মৃত পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘ পড়ে রয়েছে। চিতাবাঘের দেহ উদ্ধার করে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে নিয়ে যান বনকর্মীরা। সেখানেই আজ চিতাবাঘের দেহটির ময়না তদন্ত করা হবে।

অন্যদিকে, এলাকাবাসীদের গ্রাস করেছে বাঘের আতঙ্ক। বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জ এলাকায় নিত্যদিনের হাতির উপদ্রুত আছেই। এবার জঙ্গলে চিতাবাঘের উপস্থিতির জল্পনা। পচাডহরা গ্রামের বাসিন্দারা বলছেন, তাঁরা অনেকেই পাতা ও কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যান। এখন তাঁরা ভীত। শোনা যাচ্ছে, আর একটি চিতাবাঘ ছিল। সেটি আপাতত জঙ্গলে রয়েছে। গ্রামবাসীদের কথায়, ওই চিতাবাঘটি ধরা পড়লে নিশ্চিন্ত হবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen