Jawan দেখার পর বলিউড সেলিব্রিটিদের প্রতিক্রিয়া

এই সিনেমাটি শুধু তাঁর ফ্যান বা সাধারণ মানুষ দেখেনি, দেখে ফেলেছেন বহু বলিউড সেলিব্রিটি।

September 13, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
Jawan দেখার পর বলিউড সেলিব্রিটিদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: Jawan ঝড় যেন থামতেই চাইছে না। ইতিমধ্যেই সারা বিশ্বে ৬ দিনে ৬০০ কোটি ছাড়িয়ে গেছে আয়। প্রতিদিন গড়ে ১০০ কোটির আয় করছে শাহরুখ খানের Jawan। এই সিনেমাটি শুধু তাঁর ফ্যান বা সাধারণ মানুষ দেখেনি, দেখে ফেলেছেন বহু বলিউড সেলিব্রিটি।

আসুন দেখে নেওয়া যাক Jawan দেখার পর বলিউড তারকাদের প্রতিক্রিয়া:

১) সোনাক্ষী সিনহা:

সিনেমা দেখে বেরিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখ খান, সিনেমার গল্প, পরিচালকের খুব প্রশংসা করেছেন।

২) শ্রদ্ধা কাপুর:

অভিনেতা শক্তি কাপুরের কন্যা ও বলিউডের অন্যতম অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও দেখে ফেলেছেন Jawan। ইনস্টাগ্রামে তাঁকে একজন প্রশ্ন করে Jawan দেখেছেন কিনা! উত্তরে বলেন পয়সা উসুল এবং চেঁচিয়ে গলা বসে গেছে।

৩) সোহা আলি খান:

শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান স্বামী কুণাল খেমুর সাথে দেখতে গেছিলেন Jawan। তারপর ইনস্টাগ্রামে পোস্ট করেন শাহরুখ খানের ছবি দিয়ে ‘The Legend’

৪) অনুপম খের:

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের শাহরুখের সাথে তাঁর একটি ছবি দিয়ে লিখেছেন তিনি অমৃতসরে দেখেছেন এবং খুব প্রশংসা করেন গোটা টিমের। DDLJ-র একটি সংলাপ লিখে বলেন মুম্বই ফিরে শাহরুখকে জড়িয়ে ধরে বলবেন ‘ও পোচি, ও কোকি, ও পপি, ও লোলা!’

৫) অক্ষয় কুমার:

X-এ পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খানকে এবং তিনি খুব খুশি বলিউড ফিরে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen