কাতার ফুটবল বিশ্বকাপে ভারতের হয়ে আসর মাতাবেন বলিউড তারকারা

বিশ্বকাপে বলিউড নতুন কিছু নয়।

November 4, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

কাতার ফুটবল বিশ্বকাপে অধরা নয় ভারতীয় প্রতিনিধিত্ব। দেশের ফুটবল দল না থাকলেও ভারতের প্রতিনিধি হয়ে গান-নাচের আসর মাতাবেন বলিউড তারকারা। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ – ফুটবল বিশ্বকাপ। কাতারের লুসেল স্টেডিয়ামে বিখ্যাত কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এবং সিদ্ধার্থ কাশ্যপ বিশ্বকাপের শুরুর আগে অনুষ্ঠানে গান গাইবেন ।

বিশ্বকাপে বলিউড নতুন কিছু নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপে দর্শকদের মাতিয়েছিলেন সেলিম মার্চেন্ট- সুলেমান মার্চেন্ট। জোহানেসবার্গে মার্চেন্টভাইদের অনুষ্ঠান দেখেছিল প্রায় ৯০ হাজার দর্শক।

সেলিম জানান ফিফা মিউজিক ফেস্টিভ্যালের ইভেন্টে ‘কুরবান’, ‘রব নে বানা দি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’সহ নানা বলিউড সিনেমার গান গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম গানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি-কে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে তারকা অভিনেতা রণবীর সিংহ বলিউডের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen