শারীরিক পরিস্থিতির অবনতি ধর্মেন্দ্রর, রাখা হয়েছে ভেন্টিলেশনে

November 10, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.০০: সপ্তাহখানেক আগেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এবার ফের হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বলিমহলে। খবর, এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন প্রবীণ অভিনেতা। গত সপ্তাহের তুলনায় তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।

অভিনেতার স্বাস্থ্যের ক্রমশ অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন স্ত্রী হেমা মালিনী। তার পর থেকেই উদ্বেগে অনুরাগীরা। এ বার বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের খবর দিলেন সানি দেওলের সহকারী। প্রতিক্রিয়া জানিয়েছেন হেমাও।

সানির সহকারী যদিও অভিনেতার ভেন্টিলেশনে থাকার খবর উড়িয়ে দিয়েছেন। তাঁদের তরফে জানানো হয়েছে, ধর্মেন্দ্র আগের থেকে ভাল আছেন, তাঁকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই। অন্য দিকে ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে হেমা মালিনী বলেন, ‘‘উনি ঠিক আছেন। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’’

প্রসঙ্গত, চলতি বছর ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচারও হয়েছিল। মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তেরা। ভিডিয়োয় ধর্মেন্দ্রকে পাপারাৎজিদের বলতে শোনা যায়, ‘আমি একদম ভালো আছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen