পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক! শুরু তল্লাশি, আটক এক

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) বোমাতঙ্ক! পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে পোস্ট। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়, পুরীর কোনও একটি শপিং মলে হামলা হবে। এরপরই তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। বম্ব ডিজপোজাল স্কোয়াড, এটিস তল্লাশি চালায় গোটা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে।

জানা গিয়েছে, সমাজ মাধ্যমে এক মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়। মহিলার অভিযোগ, কেউ তাঁর নামে অ্যাকাউন্ট তৈরি করে এমন হুমকি পোস্ট করেছেন। ওই মহিলার বয়ানের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ।

পুরীর সাইবার আপরাধ দমন থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েকেদিন আগে সমাজ মাধ্যমে কেউ জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট করেছেন। এরপর ফের সমাজ মাধ্যমে হুমিক বার্তা দিয়ে ডিলিট করে দেওয়া হয়। মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরচত্বরে

যাঁরা প্রবেশ করছেন, তাঁদের তল্লাশি করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার পুরীর মন্দির ঘিরে হুমকি বার্তা দেওয়া হয়েছে। গত বছরেও পুরীর মন্দিরে হামলার হুমকি মিলেছিল। তারপর মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen