মুম্বইয়ে বোমাতঙ্ক, বাণিজ্যনগরী জুড়ে জারি হাই অ্যালার্ট

আগামীকাল অনন্ত চতুর্দশী, মুম্বইয়ে মহাসমারোহে দিনটি পালিত হয়। উৎসবের প্রাক্কালে এমন হুমকির জেরে আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে।

September 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: আবারও মুম্বইয়ে জঙ্গি হামলার ছক। মুম্বইজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে এই মর্মে আজ, শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে বার্তা আসে। আরও বলা হয়, অন্তত ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরণ ঘটবে। খবর মিলতেই, মুম্বইজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বোমার খোঁজে তল্লাশি চলছে। মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে।

আজ, শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি ফোন আসে। জানানো হয়, মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। বোমা ফেটে ধ্বংস হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে।

আগামীকাল অনন্ত চতুর্দশী, মুম্বইয়ে মহাসমারোহে দিনটি পালিত হয়। উৎসবের প্রাক্কালে এমন হুমকির জেরে আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। ইতিমধ্যেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। নানা এলাকায় চলছে তল্লাশি। নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকিতে দাবি করা হয়েছিল, ১৪জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ে লুকিয়ে রয়েছে। চিরুনিতল্লাশি চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen