উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমাতঙ্ক!

October 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২১: উপরাষ্ট্রপতির বাসভবনে বোমাতঙ্ক! উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা বলে খবর ছড়ায়। খবর মিলতেই রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশির পর পুলিশের তরফে জানানো হয়, উপরাষ্ট্রপতির বাসভবনে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইমেল আসে যে, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের মাইলাপোরের (চেন্নাই) বাড়িতে বোমা রয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা সিল করে দেয়। শুরু হয় তদন্ত। তদন্তকারীরা জানাচ্ছেন, ইমেলটি সম্পূর্ণ ভুয়ো। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল।

হুমকি ইমেলটি সিটি পুলিশের কাছে আগেই পৌঁছেছিল বলে জানা যাচ্ছে। তাতে উপরাষ্ট্রপতি মাইলাপোরের বাড়ির ঠিকানার উল্লেখ ছিল। বাড়িটি বেশ কিছুদিন ধরে ব্যবহৃত হয়নি। পুলিশ উপরাষ্ট্রপতির বর্তমান বাসভবন পোয়েস গার্ডেনেও তল্লাশি চালায়। তল্লাশির পর দুই জায়গাকেই নিরাপদ বলে জানানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen