স্বাধীনতা দিবসে ‘বর্ডার ২’-এর প্রথম পোস্টার প্রকাশ, নতুন প্রজন্মের জন্য দেশপ্রেমের বার্তা
১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর পরবর্তী এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও লড়াই এর কাহিনি তুলে ধরবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৫: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে মুক্তি পেল বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’-(‘Border 2’)এর প্রথম পোস্টার। ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর পরবর্তী এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও লড়াই এর কাহিনি তুলে ধরবে। আগামী ২২ জানুয়ারি ২০২৬, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে, বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
এই ছবির পোস্টারে ধরা পড়েছে সানি দেওলের( Sunny Deol) সেই পরিচিত সৈনিক অবতার—মাথায় হেলমেট, হাতে বাজুকা, আর চোখে দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি। ২৭ বছর আগে ‘বর্ডার’-এ তাঁর অভিনয় ভারতীয় সিনেমায় দেশাত্মবোধের নতুনমাত্রা যোগ করেছিল। এবারও সেই একই তেজ ও আবেগের ছোঁয়া নিয়ে ফিরছেন তিনি।
‘বর্ডার ২’-এর পরিচালক অনুরাগ সিং, যিনি এই গল্পকে নতুন রূপে, কিন্তু পুরনো আবেগ অটুট রেখে পর্দায় আনছেন। ছবিতে সানি দেওলের সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রানা, মোনা সিং ও সোনম বাজওয়া। প্রযোজক ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত—আর ছবিটি উপস্থাপন করছে গুলশন কুমারের টি-সিরিজ ও জেপি দত্তের জেপি ফিল্মস।
প্রযোজক ভূষণ কুমার বলেন , “বর্ডার’ শুধু একটি ছবি নয়, প্রতিটি ভারতীয়ের কাছে এটি এক অনুভূতি। ‘বর্ডার ২’-এর মাধ্যমে আমরা সেই পরবর্তী অধ্যায় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।” প্রযোজক নিধি দত্ত বলেন, “একই আবেগ, নতুন গল্প—ভারতীয় সেনাদের প্রতি এক হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য নিয়ে ফিরছি আমরা।”
২২ জানুয়ারি ২০২৬—তারিখটি ইতিমধ্যেই ক্যালেন্ডারে লাল দাগ কেটে রাখুন, কারণ এই দিনই বড়পর্দায় ফিরে আসছে ভারতের অন্যতম দেশাত্মবোধক ছবি বর্ডার ২।