ব্র্যান্ডদের হুড়োহুড়ি! হরমনপ্রীতকে দলে টানতে দিচ্ছে কোটি টাকার অফার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্য যেন বদলে দিল দেশের ব্র্যান্ড দুনিয়ার মানচিত্র। বিশেষ করে অধিনায়ক হরমনপ্রীত কৌরের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। বিশ্বকাপের ফাইনালে নাদিন ডি ক্লার্কের ক্যাচটি হাতে জমে ওঠার সেই মুহূর্ত শুধু ভারতকে প্রথম শিরোপা এনে দেয়নি, বরং হরমনকে পরিণত করেছে ব্র্যান্ডদের অন্যতম পছন্দের মুখে।
বিশ্বকাপের আগে হরমনপ্রীতের ঝুলিতে ছিল প্রায় ৮-১০টি ব্র্যান্ড। কিন্তু এখন সেই সংখ্যা এবং মূল্য—দুটিই প্রায় তিনগুণ হতে চলেছে বলে জানাচ্ছেন তাঁর ম্যানেজার নূপুর কাশ্যপ। তাঁর কথায়, “বিশ্বকাপের পরে শুধু স্পোর্টস নয়, নন-স্পোর্টস, এমনকি আগে আগ্রহ না দেখানো বহু সেক্টর থেকেও প্রস্তাব আসছে। এটি ভারতীয় মহিলা ক্রিকেটের গ্রহণযোগ্যতা ও বাজারমূল্য কতটা বেড়েছে তার স্পষ্ট প্রমাণ।”
২০১৭ সালের ফাইনাল উপস্থিতি ছিল বড় মঞ্চে প্রথম বার্তা। তবে আট বছর পর কাপ জয়ের ফলে বদলেছে দৃষ্টিভঙ্গি—বদলেছে ব্র্যান্ড ভাষা। নূপুরের মতে, আগে ব্র্যান্ডগুলি মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে শারীরিক সৌন্দর্য বা গ্ল্যামার ভাবনাকেই গুরুত্ব দিত। এখন তা বড় অংশে বদলেছে।
বিভিন্ন কোম্পানি এখন ক্ষমতায়ন,অনুপ্রেরণার মতো থিমকে সামনে রেখে মহিলা ক্রিকেটারদের শক্তিশালী ও পরিশ্রমী অ্যাথলিট হিসেবে তুলে ধরতে আগ্রহী। এটি শুধু প্রচারের গল্প বদলাচ্ছে না, বদলাচ্ছে ভারতীয় ক্রীড়া-সংস্কৃতির পরিবেশও।
বিশ্বকাপ-জয়ের পর থেকে হরমনপ্রীতের সময় কাটছে এক শহর থেকে আরেক শহরে—মিডিয়া সেশন, বিজ্ঞাপন শুট, ব্র্যান্ড ইভেন্টে। মাঠের বাইরে তাঁর এই ব্যস্ততাই বলে দিচ্ছে—ভারতীয় মহিলা ক্রিকেট এখন বাণিজ্যিক সাফল্যের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।