মোদীর বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ আনলেন ব্রাত্য বসু, কী বললেন তিনি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

July 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটি ভিডিও দেখিয়ে তিনি এই অভিযোগ করেছেন।

শিক্ষামন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কেন্দ্র করে অনেক মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ শিব, কেউ আবার হনুমান সেজে তাঁকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নিচু করছে। এই ভিডিও দেখিয়েই ব্রাত্যর দাবি, যে ব্যক্তি নিজে ধর্ম নিয়ে জ্ঞান দেন, তিনিই আজ এই ধর্মকে অপমান করছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে ব্রাত্য (Bratya Basu) লিখেছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছপা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে।” শিক্ষামন্ত্রীর স্পষ্ট কথা, এটি ভক্তি নয়, শ্রদ্ধা নয়। আদতে এটা হল মানুষের আস্থাকে অস্ত্র করে ভোটের জমি দখলের চেষ্টা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen