#BREAKING না ফেরার দেশে প্রতুল মুখোপাধ্যায়
দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
February 15, 2025
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখা করেন সঙ্গীতশিল্পীর সঙ্গে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতুল মুখোপাধ্যায়। যতদিন বাংলার কৃষ্টি থাকবে ততদিন থেকে যাবে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মতো সব গান। শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তাঁর অসামান্য সৃষ্টি।