BREAKING ভরতপুরের MLA হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

December 4, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২০: লাগাতার দলবিরোধী কাজের অভিযোগ। অবশেষে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় হুমায়ুন কবীরকে দল থেকে নিলম্বিত করা হচ্ছে। আরও বলা হয়েছে, হুমায়ুনের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবে না দল।

সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুন সংবাদ মাধ্যমে জানান, “ববিদার কথার জবাব দেব না। কালই দল ছাড়ব। ২২ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের উদ্বোধন করব।” বার বার দলকে বিড়ম্বনায় ফেলার অভিযোগ উঠেছে হুমায়নের বিরুদ্ধে। এবার চরম পদক্ষেপ করল তৃণমূল। উল্লেখ্য, আজই মুর্শিদাবাদে সভা করবেন মুখ্যমন্ত্রী। আর আজ সকালেই দল হুমায়নের বিরুদ্ধে পদক্ষেপ করল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

জানা যাচ্ছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ‘আজীবনের জন্য’ সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের দলীয় বক্তব্য, ‘‘ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen