Brics Summit 2025: ‘আমেরিকা-বিরোধী’ জোটের সঙ্গী হলেই আরও ১০% কর, হুঙ্কার ট্রাম্পের

BRICS Summit 2025-এ মার্কিন বিরোধী নীতির সমর্থনে যুক্ত দেশগুলিকে ১০% অতিরিক্ত ট্যারিফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

July 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
BRICS Summit 2025-এ অংশগ্রহণকারী নেতারা রিও ডি জেনেইরোতে—আন্তর্জাতিক সম্পর্কের নতুন মোড়
নতুন করে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: নতুন করে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রবিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, BRICS-এর সঙ্গে মার্কিন-বিরোধী নীতিতে সমর্থন জানানো কোনও দেশ যুক্তরাষ্ট্রের থেকে অতিরিক্ত ১০% ট্যারিফ (Tariff) খাবে। তাঁর ভাষায়, “এই নীতির কোনও ব্যতিক্রম থাকবে না।”

ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, “ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে চলা কোনো দেশ অতিরিক্ত ১০% ট্যারিফ খাবে।” এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে (Global Trade) আরও টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের বহু বাণিজ্য সহযোগীর সঙ্গে নতুন করে ট্যারিফ চুক্তি (Tariff Deals) নিয়ে আলোচনা চলছে।

ট্রাম্প আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ চিঠি পাঠানো হবে ৭ই জুলাই, সোমবার দুপুর ১২টা থেকে। তাঁর কথায়, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উদ্দেশে যুক্তরাষ্ট্রের ট্যারিফ লেটার ও ডিল পাঠানো শুরু হবে দুপুর ১২টা থেকে। এই বিষয়ে সকলের মনোযোগ কাম্য।”

অন্যদিকে, একইদিনে রিও ডিক্লারেশনে BRICS সদস্য দেশগুলি (BRICS Nations) একযোগে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে একতরফাভাবে আরোপিত ট্যারিফ ও নন-ট্যারিফ (Tariff and Non-Tariff) নীতিমালায়। এই পদক্ষেপগুলিকে তাঁরা WTO নিয়মাবলির পরিপন্থী বলেই চিহ্নিত করেছে।

যদিও ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের দিকেই ইঙ্গিত করছে BRICS। কিছু সদস্য রাষ্ট্রের আপত্তির কারণে মার্কিন নামটি বাদ রাখা হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, একতরফা বলপূর্বক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের (International Law) পরিপন্থী এবং এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং BRICS-এর অবস্থান আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যিক নীতিগুলিকে এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছে, যা আগামী দিনে আরও বড় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen