উদ্বোধনের আগেই নবনির্মিত সেতু ভেঙে পড়ল মোদীর গুজরাতে

বুধবার সকালে, উদ্বোধনের আগেই গুজরাতের তাপি জেলার মিন্ডোলা নদীর উপর একটি নবনির্মিত সেতু ভেঙে পড়ে।

June 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
উদ্বোধনের আগেই নবনির্মিত সেতু ভেঙে পড়ল মোদীর গুজরাতে ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সকালে, উদ্বোধনের আগেই গুজরাতের তাপি জেলার মিন্ডোলা নদীর উপর একটি নবনির্মিত সেতু ভেঙে পড়ে।

সূত্র জানায়, ঘটনাটি ঘটেছে সকাল ৬:৩০ টার দিকে। ভালোদ তালুকের ময়পুর গ্রামের ভায়ারা তালুকের দেহগামা গ্রামের সাথে সংযোগকারী নবনির্মিত সেতুর মাঝখানের অংশটি মিন্ডোলা নদীতে ভেঙে পড়ে।

তাপি জেলা কালেক্টর ভিপিন গর্গ সংবাদ মাধ্যমকে বলেচেন যে সেতুটি বর্তমানে চালু ছিল না এবং সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এমনকি ব্যবহৃত সামগ্রীর গুণমানও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen