Kier Starmer: শিল্পপতিদের নিয়ে ভারতে পা রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Brithin PM Kier Starmer) বুধবার ১০০ জন ব্যবসায়ীর একটি বড় প্রতিনিধি দল নিয়ে মুম্বাইয়ে পৌঁছেছেন তাঁর দু’দিনের ভারত সফরে। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বলে জানা যাচ্ছে। দু’জনের মধ্যে আলোচনায় ফিনটেক (Fintech), বাণিজ্য এবং প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতাই মুখ্য হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
এটিই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের প্রথম ভারত সফর। মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল ফিনটেক সামিটে (Global Fintech Summit) বক্তব্য রাখবেন স্টারমার ও মোদী। সূত্রের মতে, বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এবার যোগাযোগ ও পরিবহণ খাত, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং ওষুধ শিল্পে সহযোগিতা বাড়ানোই দু’দেশের মূল লক্ষ্য।
তিন বছর ধরে চলতে থাকা জোরালো আলোচনার পরিপ্রেক্ষিতে, গত জুলাই মাসে স্টারমার মোদীর সঙ্গে এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেন। তিনি এই চুক্তিকে উভয় দেশের জন্যই অত্যন্ত লাভজনক হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন যে, এতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে এবং ভোক্তাদের জন্য পণ্যের দাম হ্রাস পাবে। এই চুক্তি বর্তমান সময়ে ভারত ও যুক্তরাজ্যের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ককে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।