অবাক কাণ্ড! ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৩০০ কোটি
এবার তালিবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মায়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৬০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।
Authored By:

২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বাজেটেও বাংলাদেশের জন্য প্রথমে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি করা হয়। তবে এবার তালিবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মায়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৬০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।
অতীতে তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। এবারেও তালিবান আফগানিস্তান দখল করার পর তাদের সঙ্গে কূটনৈতিক স্তরে ভারতের খুব বেশি আলোচনা হয়েছে— এমন নয়। তবে সেই তালিবানশাসিত আফগানিস্তানের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, ২২৬৬ কোটি টাকা। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে ৯০০ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা।