Vice-Presidential Election 2025: ভারতের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সি.পি. রাধাকৃষ্ণন
১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন। সি.পি. রাধাকৃষ্ণন মোট ৪৫২ ভোটে ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৫২: ভারতের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোট দেওয়া হয়। ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনার সংখ্যার অঙ্ক মেলাতে গিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে-এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের দিকেই ঝুঁকেছে পাল্লা।
ভোট গণনা শুরু হতে বিরোধী শিবিরের প্রার্থী বি. সুধর্শন রেড্ডির চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানেই এগিয়ে ছিল। এনডিএ প্রার্থী ও মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন মোট ৪৫২ ভোটে ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিরোধী জোটের প্রার্থী বিচারপতি বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট।
সংসদের উভয় কক্ষের সাংসদরা এই নির্বাচনে ভোট দেন। এনডিএ-র সাংসদ সংখ্যার ভিত্তিতে রাধাকৃষ্ণনের জয়ের সম্ভাবনা আগেই জোরালো ছিল। সূত্রের খবর, ভোট পড়েছে ৯৮ শতাংশ। মোট ভোটদাতা সাংসদ সংখ্যা: ৭৬৮। তবে বিডিজে (BJD), বিআরএস (BRS), শিরোমণি অকালি দল (SAD) এবং স্বতন্ত্র সাংসদরা ভোটদানে বিরত থাকেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছে একক হস্তান্তরযোগ্য পদ্ধতিতে। ভোটাররা ব্যালটে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম চিহ্নিত করেছেন। প্রথম পছন্দের ভোটের ভিত্তিতে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তিনি বিজয়ী ঘোষণা হবেন। সমান ভোট পেলে দ্বিতীয় পছন্দের ভোট গণনা হবে। এই নির্বাচনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনাও নজরকাড়া বিষয়।
উল্লেখ্য, গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদত্যাগ করেন বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। নির্বাচিত সিপি রাধাকৃষ্ণন আগামী পাঁচ বছরের জন্য ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।