আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক, কী নির্দেশ দেবেন মমতা?
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
May 14, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার বিকেল ৪টেয় নবান্নে বৈঠকটি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। ভারত-পাক সংঘাতের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে নবান্নকে। সেই নিয়েই মন্ত্রিসভার বৈঠেকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বছর ঘুরলেই বঙ্গে ভোট তা আগে কি কোনও রদবদল হবে মন্ত্রিসভার? সব মিলিয়ে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন।