মন্ত্রিসভার রদবদলের ফাইল এখনও আটকে রাজভবনে, প্রশ্ন উঠছে রাজ্যপালের ভূমিকা নিয়ে
পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেভাবে মন্ত্রিসভায় রদবদলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ফাইল আটকে রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই রাজ্যপালদের সঙ্গে রাজ্য সরকারগুলির সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছেন। তারপরেও পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেভাবে মন্ত্রিসভায় রদবদলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ফাইল আটকে রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর বক্তব্য কি তাহলে শুধু কথার কথা, প্রশ্ন তুলছেন তাঁরা।
সূত্রের খবর, মন্ত্রিসভায় সামান্য রদবদলের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে গত ১৮ জুলাই রাজভবনে চিঠি পাঠিয়েছে নবান্ন। কিন্তু এখনও রাজভবন থেকে রাজ্যপালের স্বাক্ষরিত ফাইল ফেরত আসেনি। কবে পাওয়া যাবে, সে বিষয়েও কিছুই জানানো হয়নি রাজ্যকে। তাই প্রধানমন্ত্রীর বার্তাকে হাতিয়ার করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের কাজকর্ম স্বাভাবিক রাখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু, এখানে রাজ্যপালের ভূমিকায় কীভাবে কাজ ব্যাহত হয়, তা সবাই বুঝতে পারছেন। আখেরে তিনি রাজ্যের ক্ষতি করছেন বলেই দাবি করেন এই বর্ষীয়ান মন্ত্রী।