কলকাতা লিগে ৪-০ গোলে বড় জয় ইস্টবেঙ্গলের, পুরনো ছন্দে বিষ্ণু-সায়নরা
এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে ইস্টবেঙ্গল। একই গ্রুপে পুলিশ রয়েছে দ্বিতীয় স্থানে এবং সুরুচি সংঘ তৃতীয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫২: কলকাতা লিগে পুরোনো ছন্দে ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে এলো লাল-হলুদ শিবির।
ইস্টবেঙ্গলের জন্য ম্যাচের প্রথমার্ধটা খুব কঠিন ছিল। সিনিয়র দলের দেবজিৎ, সায়ন, বিষ্ণুর মতো খেলোয়াড়রা থাকাকালীনও প্রথমার্ধে কোন গোল পায়নি লাল হলুদ। ফলে গোলের মুখ খুলতে সময় লাগে খানিকটা। ম্যাচের ৬৮ মিনিটে অবশেষে ম্যাচের প্রথম গোলের করেন বিষ্ণু। এরপর ৮৩ মিনিটে অসাধারন গোল ব্যবধান বাড়ান সায়ন। ৮৮ মিনিটে আবার গোল করেন সেই পিভি বিষ্ণু। ম্যাচের সংযুক্তি সময়ে চোট কাটিয়ে ফিরে আসা মনোতোষের শট জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। যদিও এই ম্যাচ ডেভিড একটি পেনাল্টি মিস করে। ডেবিট যদি সেই গোলটি করতে পারতো তাহলে ম্যাচের গোল সংখ্যা আরও বাড়তে পারতো।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে ইস্টবেঙ্গল। একই গ্রুপে পুলিশ রয়েছে দ্বিতীয় স্থানে এবং সুরুচি সংঘ তৃতীয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আছে ষষ্ঠ স্থানে।
এই মুহূর্তে গ্রুপ বি’র শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা, ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে। ডায়মন্ড হারবার ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।