ভবানীপুর উপনির্বাচন মামলায় রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

আদালতের বক্তব্য, নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়। এক জন প্রার্থী জিতেও ইস্তফা দেন। ফলে আবার উপনির্বাচন হয়।

September 24, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ভবানীপুর উপনির্বাচন মামলায় রায়দান স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে, এই মর্মে সুপারিশ করে কমিশনকে চিঠি লেখেন মুখ্যসচিব। ভোট বিজ্ঞপ্তিতে কমিশনও সেই কথা উল্লেখ করে। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।শুক্রবার আদালতও ওই বিষয়টিকে সামনে রেখে কমিশনের কাছে বেশ কিছু প্রশ্ন রাখে।

অন্যদিকে, নির্বাচনের কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছে হাইকোর্ট। আদালতের বক্তব্য, নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়। এক জন প্রার্থী জিতেও ইস্তফা দেন। ফলে আবার উপনির্বাচন হয়। জনগণের টাকাও খরচ হয়।তাই এই বিষয়টি নিয়ে মামলা চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen