ব্যবসায়ীদের ক্ষতি করে আন্দোলন নয়, সংগ্রামী যৌথমঞ্চের নবান্ন অভিযানে মিছিল-জমায়েতে না হাইকোর্টের
নবান্ন অভিযানের জেরে দোকান বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, হাট বসার দিন মিছিল বা জমায়েত নিষিদ্ধ।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৭: সোমবার ২৮ জুলাই, মঙ্গলাহাটের দিন। ওই দিনই নবান্ন অভিযান করবে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutho Mancha) সহ একাধিক সংগঠন। মঙ্গলাহাটের ব্যবসায়ে ক্ষতির আশঙ্কায় অভিযান বন্ধ করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি, তাই আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাকে কোনও জমায়েত নয়। নবান্ন অভিযান আটকাতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির করা মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
হাটের দিন মিছিল হলে বিকিকিনিতে সমস্যা হবে। ব্যবসায় ক্ষতি হবে। গত বুধবার আদালতে যায় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, তাঁরা কোনও আন্দোলনের বিরুদ্ধে নই। কিন্তু হাটের দিনে রাস্তায় প্রতিবাদ সভা হলে তাঁদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। প্রশাসনের পক্ষ থেকেও দোকান না খোলার পরামর্শ আসে। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা।
নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, হাট বসার দিনগুলিতে হাট চত্বরে মিছিল বা জমায়েত করা যাবে না। কেউ তা অমান্য করলে পুলিশ ব্যবস্থা নেবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, পুলিশ অনুমতি দেয়নি তাই ২৮ জুলাই কোনও জমায়েত নয়। বেআইনি জমায়েত আটকানোর পাশপাশি, নির্দেশ না-মানলে আইন অনুযায়ী পুলিশ পক্ষ থেকে কড়া পদক্ষেপের আবেদনও জানানো হয়। এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, গত ৮ এবং ১৪ জুলাই, দুই হাটের দিনই কিছু সংগঠনের নবান্ন অভিযান ছিল। অভিযোগ, তার জেরে দোকান বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। পুজোর আগে এই ক্ষতি আর্থিকভাবে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, হাট বসার দিন মিছিল বা জমায়েত নিষিদ্ধ। যদিও সোমবারের নবান্ন অভিযানের সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।