ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের

ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

April 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এই নিয়ে গত সাড়ে সাত মাসে নবম সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর আগে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ। হাই কোর্টে আবেদন জমা পড়েছিল, বগটুইয়ের পাশাপাশি ভাদু খুনেরও তদন্ত যেন সিবিআইকে দেওয়া হয়। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে।

বগটুই-কাণ্ডে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর তৃণমূল নেতা খুনেও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে মামলা হয়। তাতে গত শুনানিতে হাই কোর্ট সিবিআই এ ব্যাপারে কী ভাবছে জানতে চেয়েছিল। ভাদু-হত্যার তদন্তভারও তাদের হাতে তুলে দেওয়া হলে বগটুই-কাণ্ডে তদন্তের সুবিধা হবে বলে দাবি করেন মামলাকারীরা। অন্য দিকে, আদালতে সিবিআই আগেই জানিয়েছিল, তারা ভাদু শেখের খুনের তদন্তের জন্যও প্রস্তুত।

কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ, যে হেতু ভাদু শেখের খুন এবং তার অব্যবহিত পরে বগটুইয়ের ঘটনা ঘটে। এই দুই ঘটনাই পরস্পর সম্পর্কযুক্ত। তাই দুটি মামলার তদন্তভারই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen