ট্রাম্পের মধ্যস্থতায় শান্তিচুক্তি সই থাইল্যান্ড-ক্যাম্বোডিয়ার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন বা আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনের আয়োজনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে এক ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হলো।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি এই উদ্যোগকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণের জন্য “এক স্মরণীয় দিন” বলে অভিহিত করেন এবং উভয় দেশের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। ট্রাম্প নিজেও এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) সরাসরি মধ্যস্থতায় সম্পন্ন এই শান্তিচুক্তির লক্ষ্য জুলাই মাসে সংঘটিত পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হন। থাইল্যান্ড (Thailand) ও কম্বোডিয়ার (Cambodia) মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চলটি বহু দশক ধরে বিতর্কিত, যদিও এতদিন পর্যন্ত সংঘর্ষগুলি সীমিত ও স্বল্পস্থায়ী ছিল।
চুক্তির শর্ত অনুযায়ী, থাইল্যান্ড ১৮ জন বন্দিকে কম্বোডিয়ান সেনাকে ফিরিয়ে দেবে এবং উভয় দেশই সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে সম্মত হয়েছে।
জানা গিয়েছে, উভয় দেশকেই সংঘাত বন্ধে রাজি করাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত আলোচনাকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
হোয়াইট হাউস থেকে জানা গিয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প মালয়েশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত আরেকটি চুক্তিতেও স্বাক্ষর করবেন।