চাক্ষুষ করতে পারবেন মহানায়কের গাড়ি, কোথায় হবে ভিন্টেজ কার প্রদর্শনী?

কোনও গাড়ি হয়ত কোনও সিনেমায় উত্তমকুমার চালিয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের নীলু গাড়িটির দেখা মিলবে প্রদর্শনীতে।

January 3, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ইচ্ছে হলে ছুঁয়ে দেখতে পারবেন মহানায়কের গাড়ি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়িও চাক্ষুষ করার সুযোগ থাকছে। জানেন কোথায়? ১৪ জানুয়ারি আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভারস ক্লাবের উদ্যোগে আলিপুর জেল মিউজিয়ামে ভিন্টেজ গাড়ি ও বাইকের প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে । ঐতিহাসিক গাড়িগুলি দেখার সুযোগ পাবেন আমজনতা। উদ্যোক্তারা বলছেন, প্রতিটি গাড়ির নিজস্ব ইতিহাস রয়েছে। কোনও গাড়ি হয়ত কোনও সিনেমায় উত্তমকুমার চালিয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের নীলু গাড়িটির দেখা মিলবে প্রদর্শনীতে।

প্রদর্শনীতে প্রবেশ করতে আলাদা করে টিকিট লাগবে না। মিউজিয়ামের টিকিটেই দেখা যাবে ভিন্টেজ কারের প্রদর্শনী। আয়োজকরা বলছেন, এই ধরনের শো মূলত প্রাইভেট ক্লাবে হয়। ক্লাবের সদস্যরাই কেবল তা দেখতে পান। আলিপুরের প্রদর্শনীর উদ্দেশ্য, সাধারণ মানুষদের দেখানো। শোতে ৬৫টি গাড়ি ও ৩০টি মোটর সাইকেল থাকবে। ১৯৩৫ সালের ফোর্ড ১০ ট্যুরার রাখা হবে। ১৯৪৮ সালের প্লেমাউথ থাকবে বলেও জানা গিয়েছে। এককালে ওই গাড়ির মালিক এককালে ছিলেন সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গাড়ির নাম দেওয়া হয়েছিল নীলু।

প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের মোটর সাইকেল রাখা হবে। ববি ছবিতে দেখানো দুষ্প্রাপ্য মডেলের মোটর সাইকেলও থাকছে প্রদর্শনী। আদপে রাজদূত ব্যবহৃত হয়েছিল। পরে ওই মোটর সাইকেলের নাম হয় ববি স্কুটার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen