মমতার হস্তক্ষেপে স্বস্তি পরীক্ষার্থীদের, সরস্বতী পুজোর দিন হচ্ছে না JEE পরীক্ষা

January 15, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৪: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আবার পঞ্জিকা মতে ওই একই দিনে পড়েছে সরস্বতী পুজোও। অথচ এই দিনেই জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। উৎসবের দিনে পরীক্ষা পড়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছিল রাজ্যের হাজার হাজার পড়ুয়া। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল। ২৩ জানুয়ারির পরিবর্তে পরীক্ষার জন্য বিকল্প দিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নিজের X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে এই সুখবর জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘‘আগে ভারত সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ধার্য করেছিল। কিন্তু ঘটনাচক্রে ওই দিনই নেতাজির জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো। স্বাভাবিকভাবেই আমাদের ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে এই দিনটি উদ্‌যাপন করে। পুজোর দিনে পরীক্ষার সূচি পড়ুয়াদের সমস্যায় ফেলেছিল। আমি এর প্রতিবাদ জানাই এবং দিন পরিবর্তনের দাবি করি।’’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর প্রতিবাদের ফলেই কেন্দ্রীয় সংস্থা পরীক্ষার সূচিতে বদল এনেছে। টুইটে তিনি লেখেন, ‘‘আমার হস্তক্ষেপের কারণে ভারত সরকার ও এনটিএ পরীক্ষার্থীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা ওই দিন নিশ্চিন্তে বাগদেবীর আরাধনা করার সুযোগ পাবে।’’

বৃহস্পতিবার এনটিএ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, বাংলার অনুরোধ মেনে ২৩ তারিখের পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছে। তবে ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। শীঘ্রই সংস্থার ওয়েবসাইটে নতুন সূচি জানিয়ে দেওয়া হবে। জাতীয় সংস্থার এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যে।

সবশেষে পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরীক্ষার্থী ও অভিভাবক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen