নিমতলায় গঙ্গায় ভেসে গেল গাড়ি! এখনও পর্যন্ত নেই হতাহতের খবর
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: বৃহস্পতিবার সাতসকালে কলকাতায় ঘটল গাড়ি দুর্ঘটনা। গঙ্গায় ভেসে গেল আস্ত গাড়ি। ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাট (Nimtala Ghat) এলাকায়। হঠাৎ করেই মাঝগঙ্গায় ভেসে যায় চারচাকা গাড়ি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়বাগান থানার পুলিশ। গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে। জানা গিয়েছে গাড়ির ভিতরে কেউ ছিলেন না। গাড়িটি কী করে গঙ্গায় তলিয়ে গেল তার কারণ এখনও জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।
জানা যাচ্ছে, মাকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি নিমতলা ঘাটের কাছেই ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। গাড়িটি নিমতলা ঘাট থেকে বেশ খানিকটা দূরে পার্ক করা হয়েছিল। পুলিশের অনুমান হ্যান্ড ব্রেক না-দেওয়ায় গাড়িটি ঢাল বরাবর গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়ি আটকানোর চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি।