জেলাজুড়ে বিসর্জনের কার্নিভাল, উৎসবের শেষ লগ্নে আবেগঘন শোভাযাত্রার পোস্ট মমতার

October 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৭: বিসর্জনের দিনেও রাজ্যজুড়ে উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতায় শুরু হওয়া পুজো কার্নিভালের ধারা এবার ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

শনিবার প্রশাসনের তত্ত্বাবধানে একাধিক জেলায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বিসর্জনের মুহূর্তকে করে তুলেছে আরও স্মরণীয়।

দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে রাজ্যের প্রধান শহরগুলিতে সুসজ্জিত ট্রাক ও ট্যাবলোতে সজ্জিত সেরা প্রতিমাগুলি অংশ নেয় এই শোভাযাত্রায়।

আজ এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক টুইট বার্তায় জানান, জেলার পথে পথে বিসর্জনের কার্নিভাল (Carnival) আয়োজন করা হয়েছে, যা রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে। তিনি আরও জানান, বিভিন্ন জেলার এই শোভাযাত্রার কিছু ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যাতে সাধারণ মানুষও এই আনন্দের মুহূর্তের অংশ হতে পারেন।

তিনি লেখেন, “আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলার পথে পথে হলো জেলার কার্নিভাল- বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন।”

রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিয়েছে জেলার প্রশাসন, স্থানীয় ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনগুলি। বিসর্জনের শোভাযাত্রা ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ, আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়েছে প্রতিমা।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বারাসত, বনগাঁ, বসিরহাট ও ব্যারাকপুরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুজো কার্নিভাল। বিকেলে বারাসতের চাঁপাডালি মোড়ে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় ১৩টি পুজো কমিটি। বনগাঁর ত্রিকোণ পার্কে অংশ নেয় ১০টি কমিটি। প্রতিমা শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বারাসতে শেঠপুকুর ও রথতলার পুকুরে, বনগাঁয় ইছামতী ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়। বসিরহাট ও ব্যারাকপুরেও কার্নিভাল ঘিরে ছিল উৎসবের আমেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen